The news is by your side.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গল্পে হলিউডে ডকুমেন্টারি ‘বিলিয়ন ডলার হেইস্ট’

0 115

 

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের মিশনের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি নির্মিত হয়েছে হলিউডে। এবার প্রকাশ হলো সেই ডকুমেন্টারির ট্রেলার। ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শিরোনামের এই ডকুমেন্টারিতে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের একটি টাইপিংয়ের ভুলে কিভাবে আরও অর্থ আটকে গিয়েছিল সেই গল্প।

‘বিলিয়ন ডলার হেইস্ট’-এর ট্রেলারে দেখা গেছে, কিভাবে একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।

হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে ‘বিলিয়ন ডলার হেইস্ট’। এই তথ্যচিত্র কেবলই একটি আলোচিত ঘটনার চলচ্চিত্র রূপ নয়, এতে সেই ঘটনা বিশ্বব্যাপী যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল এবং তাতে বৈশ্বিক আন্তঃব্যাংক ব্যবস্থার ঝুঁকির বাস্তব দৃশ্য উঠে এসেছে। এছাড়া হ্যাকাররা কিভাবে সুইফট সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়েছিল, তাও দেখানো হয়েছে এই ডকুমেন্টারিতে।

মূলত সুইফট সিস্টেমকে ব্যবহার করেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার মিশনে নামে। শেষ পর্যন্ত ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় তারা।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশের রিজার্ভ চুরির ওই ঘটনাকে উপজীব্য করে নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’ নামের ডকুমেন্টারিটি তৈরি। ড্যানিয়েল গর্ডন পরিচালিত এ ডকুমেন্টারি নির্মিত হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে।

এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

Leave A Reply

Your email address will not be published.