The news is by your side.

বাংলাদেশ গড়ার মূল কারিগর নতুন প্রজন্ম:  দীপু মনি

0 143

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা যা কিছু করছি, সবই নতুন প্রজন্মের জন্য। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সকল জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।

শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ বছর উচ্চ মাধ্যমিকে যত পাস করেছে তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি আছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, এসএসসি যারা পাস করেন, তারা কেউ কেউ চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন। অনেকে আছেন বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষা অর্জন করতে। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২২৫৭টি কলেজ আছে, সেখানে উচ্চশিক্ষার জন্য যান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.