The news is by your side.

বাংলাদেশ ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

0 215

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রেসিডেন্ট হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

এ ছাড়া ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তুরস্ক ও ইরানও সদস্য হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে দুই দিনব্যাপী এ অধিবেশন শুরু হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল মোমেন।

এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন আব্দুল মোমেন।

একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ জারি রাখার আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.