The news is by your side.

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ: নিজেদের ফেবারিট ভাবছে আফগানিস্তান!

0 148

 

 

এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেয়েছে সাকিব আল হাসানের দল। ১৬৪ রানে অলআউট হওয়া ম্যাচে লঙ্কানদের কাছে টাইগাররা হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। সেই হারের ক্ষত নিয়ে আরো একটা খোঁচাই শুনতে হলো বাংলাদেশ ক্রিকেট টিমকে।

সংবাদ সম্মেলনে আফগান কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল  ‘বাংলাদেশ-আফগানিস্তান’ লড়াইয়ে তিনি কাদের ফেবারিট মনে করেন।

প্রথমে প্রশ্নটা বুঝতে পারছিলেন না আফগানিস্তান দলের প্রধান কোচ।

যখন বুঝতে পারলেন, তখন নিজের গায়ের জার্সিতে লাগানো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোতে আঙুল দিয়ে যা বোঝালেন, সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত সাংবাদিকদের বুঝতে অসুবিধা হলো না। আগামী ৩ সেপ্টেম্বর রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি নিজের দলকেই এগিয়ে রাখছেন।

চলতি বছরের জুলাই মাসেই তার অধীনে আফগানিস্তান নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে কাবু করেছে। ট্রট বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’

Leave A Reply

Your email address will not be published.