The news is by your side.

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

0 254

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-২০ বিশ্বকাপ। আসরটি বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। মিটিংয়ে অংশ নেওয়া বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না।

মনে করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে।

সিলেট এবং ঢাকায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না।  

Leave A Reply

Your email address will not be published.