The news is by your side.

বাংলাদেশে আসছে নেইমার

0 215

 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাব পাওয়া গেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের টেবিলে প্রস্তাব এসেছে। আর এই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশেরই একজন তরুণ।

বসুন্ধরা কিংসের সভাপতির রুমে নেইমার বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনায় নেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাবের কথা শুনেছেন ইমরুল হাসান। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয় বলে জানান তিনি। ইমরুল হাসান জানিয়েছেন, রবিন মিয়া এসেছিলেন। তিনি উপমহাদেশে নেইমারের এজেন্ট।

নেইমারকে আনতে হলে প্রচুর অর্থের লেনদেনের ব্যাপার আছে। রবিন মিয়ার সঙ্গে নেইমার বিষয়ে আগেও কথা হয়েছিল বসুন্ধরার। সেবার কথা ছিল বসুন্ধরার একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করবেন। সেটির শুট হবে কাতারে। ইমরুল হাসান জানালেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে বিজ্ঞাপনটির কাজ হয়নি।’

বসুন্ধরা কিংসের গড়ে তোলা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমপ্লেক্স হয়ে গেলে সেটি যদি নেইমারের হাত ধরে উদ্বোধন করা যায় তাহলে মন্দ কি। নেইমার যদি বাংলাদেশে আসতে চান এবং তার সঙ্গে যদি অর্থনৈতিক আলোচনাটা চূড়ান্ত হয় তাহলে নেইমার বাংলাদেশে আসতে পারেন।

নেইমারের কোটি  কোটি ভক্ত দেখারও সুযোগ পাবেন। ইমরুল হাসান বাস্তবতা নিয়েই কথা বলতে চান। বললেন, ‘এখনো অনেক দূর। আমার সঙ্গে রবিন মিয়ার কথা হয়েছে। এটা একেবারেই সামান্য আলোচনা।

প্রস্তাব দিলেই তো আর হয়ে যায় না। এখানে অনেক টাকার বিষয়। প্রস্তাবে নেইমার রাজি কি না, টাকায় বনিবনা হবে কি না। এখনো অনেক দূর। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাকে দিয়ে আমরা কমপ্লেক্স উদ্বোধন করাতে পারি।’

Leave A Reply

Your email address will not be published.