The news is by your side.

বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’: প্রথম দিনে সংগ্রহ  ২৫ লাখ টাকা

0 115

শুক্রবার বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’।  প্রতিদিন ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (গ্রস)।

পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে, ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি।  এতে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

Leave A Reply

Your email address will not be published.