The news is by your side.

বাংলাদেশের প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল : পররাষ্ট্রমন্ত্রী

0 163

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল।’

সোমবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘এ বছরের নির্বাচনেও ভারতের অবস্থান আপনারা সবাই জানেন। ভারতসহ অনেক বিদেশি পর্যবেক্ষক আছেন বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ছিল।’

তিনি জানান, প্রথম দ্বিপাক্ষিক সফরে শিগগির তিনি ভারতে যাচ্ছেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.