The news is by your side.

বাংলাদেশি ওয়েব সিরিজে অঞ্জন দত্তের সঙ্গে তমা মির্জা

0 381

ভারতীয় বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। অভিনয়, গান, পরিচালনা— সবক্ষেত্রে তিনি চর্চিত। এবার বাংলাদেশি একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই বরেণ্য গায়ক। ‘দুই বন্ধু’ শিরোনামে এই মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করবেন তমা মির্জা।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব—এটা ভেবে অনেক উত্তেজনা কাজ করছে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। শিগগিরই সিরিজটির কাজ শুরু হবে। শুটিং করার পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। আপাতত শুটিং শুরুর অপেক্ষায় আছি।’

দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন অঞ্জন দত্ত। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরও থাকছেন  সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

দুই বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। মিউজিক্যাল এই ওয়েব সিরিজটিতে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।

৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। ওই দিন সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেন তিনি। সেখানেই নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা দেন অঞ্জন দত্ত।

Leave A Reply

Your email address will not be published.