আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ ১১ টি দেশের জন্য ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা তিন স্তরে উন্নীত করেছে জাপান। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে এই অঞ্চলে ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এ কথা জানান।
মোতেগি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশী ভ্রমণকারীদের প্রবেশ নিষেধাজ্ঞার অধীনে দেশগুলি এবং অঞ্চলগুলির তালিকায় শীঘ্রই এ দেশগুলি যুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের আলোচনার পরে এ সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যান্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজস্তান, পাকিস্তান এবং তাজিকিস্তান।
কভিড ১৯-এর সংক্রমণ কমাতে সীমান্ত নিয়ন্ত্রণের কারণে জাপানে এবং জাপান থেকে অন্য দেশে ভ্রমণ হ্রাস পেয়েছে।
আগের বছরের তুলনায় এপ্রিল মাসে করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগে বিদেশীদের সংখ্যা ৯৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বহির্গামী জাপানের নাগরিকদের মধ্যে এই হার ৯৯ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
জাপানে যুক্তরাষ্ট্র, চীন এবং সমস্ত ইউরোপের ১০০টি দেশ ও অঞ্চল ইতিমধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়।