জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা। সোমবার ওটিটির জন্য তৈরি এই সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা। এ দিকে বলিউডে মেয়ের অভিষেকের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন শাহরুখ।
ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে প্রায়ই টুইটারে ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বলিউডের এই বাদশাহ। সেখানেই সুহানাকে নিয়ে কথা বলেন তিনি।
শাহরুখের উদ্দেশে এক অনুরাগী তাকে প্রশ্ন করেন, যে মেয়ের প্রথম সিনেমা আসছে। এক জন গর্বিত বাবা হিসেবে অভিনেতার মনের অবস্থা কী রকম?
ভক্তদের এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, বাবা হিসেবে কিছুটা পক্ষপাতিত্ব ও উত্তেজনা থাকবেই। তবে সব মিলিয়ে জোয়া আক্তারের নির্মিত সিনেমাটির অপেক্ষায় রয়েছি।
আরেক অনুরাগী জানতে চান, শাহরুখ তার সন্তানদের মধ্যে কোন গুণটি অবশ্যই দেখতে চাইবেন? উত্তরে বাদশা লেখেন, অবান্তর বিষয় সহ্য করার ক্ষেত্রে আমার মতো ধৈর্য যেন থাকে।
অভিনেতার এক ভক্ত লেখেন, আপনার মতো জনপ্রিয়তা তো আর কেউ কোনো দিন উপভোগ করতে পারবে না। এই বিষয়ে অভিনেতার মতামত জানতে চাইলে শাহরুখ লিখেছেন, কিন্তু এর পেছনে আমার কঠোর পরিশ্রম যে কেউ কোনো দিন জানতে পারবেন না, সেটাই আমি উপভোগ করি।