বাবা ক্রিকেটে একটা গোটা প্রজন্মের কাছে প্রায় ঈশ্বরই বলা চলে। মা ব্যস্ত ডাক্তার। মেয়ে আসছেন সোজা বলিউডে! তেমনটাই এখন জল্পনা সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে নিয়ে।
একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তাঁর প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক সচিন-কন্যার। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। তেমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে। এমনিতে মা অঞ্জলি তেন্ডুলকরের পথে হেঁটে লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও গ্ল্যামার দুনিয়াতেই নাকি কেরিয়ার গড়ার সাধ এই তারকা-কন্যারও। অভিনয় দক্ষতায় তিনি অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন, তেমনই বলছে ওই রিপোর্ট।
সারা-র বলিউডে পা রাখা নিয়ে চর্চা হয়েছিল আগেও। শোনা গিয়েছিল, শাহিদ কপূরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে সচিন-অঞ্জলির মেয়ের। তবে সে বার বাবা সচিনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়। বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে দিকটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন।