The news is by your side.

বর খুঁজে পাচ্ছেন না স্বস্তিকা!  শুরু করছেন ‘নিখোঁজ’ অভিযান

0 163

বাস্তব জীবনে ‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ‘হইচই’ এর এক ওয়েব সিরিজেও সেই একই ভূমিকায় দেখা যাবে তাঁকে।

কথা প্রসঙ্গে জানালেন, ‘নিখোঁজ থ্রিলার ধর্মী একটি সিরিজ। এখানে আমার বিপরীতে কেউ নেই। আমার তো এমনিও বর পাওয়া যায় না। লিডে থাকলেই তাই আমার টেনশন হয়। হায়রে! আবার আমার বর খুঁজে পাওয়া যাবে না। এই নিয়ে শুরু হবে তর্ক’।

অয়ন চক্রবর্তীর পরিচালনায় সামনের সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেত্রী। চরিত্রের নাম খোলসা না করলেও অভিনেত্রী আজকাল ডট ইন কে জানিয়েছেন, ‘ডিভোর্সী সিঙ্গেল মায়ের চরিত্রেই অভিনয় করছেন তিনি। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টোটা রায়চৌধুরী, পরাণ বন্দোপাধ্যায়’। কাজ শুরু হবে সামনের সপ্তাহেই। ইনডোর, আউটডোর সব লোকেশনই শহর জুড়ে।

‘হইচই’ তে অভিনেত্রীর সিরিজ মানেই হিট। ‘দুপুর ঠাকুরপো’, ‘মোহমায়া’। তবে চেনা ছকের বাইরে এবার অভিনয় করবেন স্বস্তিকা। পরিচালক অয়ন এর আগে দর্শকদের উপহার দিয়েছেন ‘ষড়রিপু’। ফলে তাঁর থেকেও প্রত্যাশা অনেক।

শুধু মেয়ের মা নন স্বস্তিকা। আছে তাঁর পোষ্যরাও। অভিনেত্রীর কলকাতার বাড়িতে তাদেরই রাজত্ব। পেশা সূত্রে এই মুহূর্তে কলকাতা–মুম্বই করছেন তিনি। কলকাতায় শুটিংয়ের সুবাদে বেশ কিছুদিন সময় কাটাতে পারবেন পোষ্যদের সঙ্গেও।

 

Leave A Reply

Your email address will not be published.