নিজস্ব প্রতিবেদক
বানারীপাড়া- উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল- ২ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সুজন হালদার।
মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, বানারীপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ রুথেন, শাহবাগ থানা ছাত্রলীগ নেতা সাকিব হোসেন রাজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন হালদার বলেন, দল কাকে মনোনয়ন প্রদান করবে তা, দলীয় সভাপতি এবং আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে অধিকতর কার্যকর এবং প্রাণবন্ত করতে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ অপরিহার্য।
মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে কতটা আশাবাদী এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে সুজন হালদার বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে স্মার্ট বাংলাদেশি বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবেন।