বরিশাল অফিস
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে কয়েক দফায় মোট ৬০ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ভিশননিউজ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রফতানীকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী নিরব হোসেন টুটুল।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী জানা গেছে, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির আদেশ কার্যকর থাকার কথা বলা হয়েছে।
এরই ধারাবহিকতায় বরিশাল নগরীর পোর্ট রোডস্থ ইলিশ মোকাম থেকে অনুমোদিত চার রফতানি প্রতিষ্ঠান শনিবার রাত ১০টা পর্যন্ত মোট ৬০ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।
সর্বশেষ শনিবার রাতে বেসরকারি এই মোকাম থেকে দুটি ট্রাকে ৮ টন ইলিশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করে।
নিরব হোসেন টুটুল জানান, বরিশাল নগরের পোর্ট রোডস্থ মোকাম থেকে ৬০ টন ইলিশ ভারত গেছে।
এর আগে তিন দফায় ৫২ টন ইলিশ ভারতে পাঠানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ইলিশ পাঠানো যাবে বলেও জানান তিনি।