The news is by your side.

বরিশাল: চলন্ত যাত্রীবাহী গ্রীনলাইন বাসে আগুন

0 233

 

বরিশাল প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী চলন্ত যাত্রীবাহী গ্রীনলাইন পরিবহনের বিজনেস ক্লাসের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার  দিবাগত রাত সোয়া ১২টার দিকে গৌরনদীর এলাহি রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও যাত্রীদের মালামাল পুঁড়ে গেছে বলে নিশ্চিত করেছেন  গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে গাড়িটির এসিতে যান্ত্রিক ত্রুটির কারণে পেছনে ইঞ্জিনের জায়গা থেকে আগুন লেগে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে পুরো বাসটি পুঁড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে৷

প্রত্যক্ষদর্শী যাত্রীরা  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন বিজনেস ক্লাসের বাসটি গৌরনদীর এলাহি রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দ হয়ে পেছনে আগুন লেগে যায়। গাড়ির স্টাফরা দ্রুত দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেন।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, বাসটি আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হলেও বাসে থাকা ১৫/১৬ জন যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন স্টাফরা। এতে হতাহত ছাড়াই যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অনেক যাত্রীদের মালামাল পুঁড়ে গেছে ।

Leave A Reply

Your email address will not be published.