বরিশাল অফিস
ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী আবহাওয়ার উন্নতি হওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। সেইসঙ্গে রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যথা নিয়মে যাত্রীবাহী দূরপাল্লার লঞ্চগুলোও ছেড়ে যাবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।
এসময় তিনি জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। আর রাতে ঢাকা-বরিশাল রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত হয়েছে।