The news is by your side.

বরিশালে ভুট্টা-সূর্যমুখী-চীনাবাদাম চাষে শঙ্কার দায় বিএডিসি’র

0 248

জহির রায়হান,বরিশাল

বরিশালে  সৃজনে ভুট্টা, সূর্যমুখী ও চীনাবাদামের চাষাবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কৃষকদের কাছে সময়মতো বীজ সরবারহ না করায় এমন  শঙ্কা দেখা দিয়েছে।

চাষিরা বলছেন এসব শস্য চাষাবাদের উপযুক্ত সময় অক্টোবর-নভেম্বর মাস। কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়েও পাওয়া যায়নি ভুট্টা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ।

এসব শস্য চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় প্রান্তিক চাষীরা। তারা প্রতি দিনই বীজের জন্য কৃষি অফিসে ধরনা দিচ্ছেন।

আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ জন কৃষকের জন্য ১০ কেজি করে ২৫০ কেজি চীনাবাদাম, ৫০ জন কৃষকের জন্য দুই কেজি করে ১০০ কেজি ভুট্টা এবং ৮০ জন কৃষকের জন্য এক কেজি করে সূর্যমুখী বীজ বরাদ্দের কথা। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ অনুযায়ী  আগৈলঝাড়া কৃষি অফিসে এসবের কোনো বীজ আসেনি।

আবু মোসলেম নামে এক চীনাবাদাম চাষি জানান, সৃজনে যদি বীজ না পাই। পড়ে সে বীজ দিয়ে কি করমু। যখন পাবো তখন আর ভালো ফলনও পাবো না। কবে পামু তাও জানি না।

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, এসব শস্য চাষাবাদের জন্য সার এলেও এখন পর্যন্ত কোনো বীজ আসেনি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) বার বার জানানোর পরেও কোনো কাজ হয়নি। সময়মতো বীজ না পেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

বরিশাল বিএডিসি’র উপ-পরিচালক (বীজ) মো. রমিজুর রহমান বলেন, ভুট্টা, সূর্যমুখী ও চীনাবাদামের   বীজের ব্যাপারে সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে এসব বীজ পৌঁছে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.