বরিশাল অফিস
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।
অনলাইন নিউজ পোর্টাল ভিশন নিউজ ২৪ এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এ প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীরমুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সাংবাদিক ও গবেষক আনিসুর রহমান স্বপন খান, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সদস্য মোঃ রবিউল, জিয়াউল করিম মিনার ও ভিশন নিউজ ২৪.কম এর বরিশাল প্রতিনিধি জহির রায়হানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।