The news is by your side.

বরিশালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ:  নিহত ৩

0 250

বরিশাল অফিস

বরিশালে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং ট্রলির চালক বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম  জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় ও বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান,   ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.