The news is by your side.

বরিশালে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

0 807

 

বরিশাল প্রতিনিধি,”বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুর জীবন করো রঙিন” এই স্লোগান কে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ,বরিশাল জেলা প্রশাসন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে বিনম্্র শ্রদ্ধা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা  ও মহানগর কমান্ড ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। এদিকে দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধ উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সহ সংশ্লিষ্ঠরা। এরপর থেকে সকাল  ৯ টায় ঐতিহাসিক বঙ্গবন্ধ উদ্যানে শিশু সমাবেশ  শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.