The news is by your side.

বরিশালে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অরিয়েন্টেশন

0 419

 

বরিশাল প্রতিনিধি

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার লক্ষে বরিশালে দিনব্যাপী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিভাগীয় এক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল  বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। প্রধান বক্তা ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভূইয়া।

দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) ও স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন।

বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা শিক্ষা অফিসার, কর্মসূচিভুক্ত ২৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন,মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস কর্মসূচীর বই পড়ার আনন্দঘন পরিবেশ,ব্যবস্থা, অভ্যাস আর মনযোগের আগ্রহ বাড়াতে হবে। তাহলে তাদের মধ্যে আস্থা, বিশ্বাস, মূল্যবোধ তৈরি হবে। এতে জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এবং সমাজ থেকে অন্যায়-অত্যাচার, বৈষম্য, অজ্ঞতা দূর করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্বসাহিত্য কেন্দ্র সংশ্লিষ্টরা।

এসইডিপি’র আওতায় বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের  পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বর্তমানে দেশের ৩০০ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।  আগামী ২০২৩ সালের জুনের পর মহানগরীসহ সারাদেশের ৫২০টি উপজেলা/থানায় এ কর্মসূচি বাস্তবায়ন হবে বলেও কর্মশালায় জানানো হয়৷

Leave A Reply

Your email address will not be published.