মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে।
ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’
এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও।
পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।