The news is by your side.

বরিশালে নারী ভোটারদের বেহেস্তের লোভ দেখিয়ে প্রভাবিত করছেন হাতপাখার প্রার্থী  

0 198

 

বরিশাল সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে শহরে ঢোকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. আফজালুল করিম।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে সোমবার দুপুরে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে আফজালুল করিম বলেন, ‘সিটি করপোরেশন ভোট চালাকালীন নগরীর প্রায় প্রতিটি কেন্দ্রেই হাতপাখার প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করিম সদলবলে কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ভোটারদেরকে প্রভাবিত করছেন। তাকে বাধা দিলে নৌকা প্রতীকের কর্মীদের মারধর ও তার হাতপাখা মার্কার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নৌকা প্রতীকের কর্মীদের বাধা দিয়েছেন।’

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ‘তাদের (হাতপাখা) নারী কর্মীরা ভোটের লাইনে দাঁড়ানো নারী ভোটারদের বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দানে প্রভাবিত করছেন। ভোট কেন্দ্রে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের অভিযোগ করলেও তারা সম্পূর্ণ অসহযোগিতা করছেন।’

সোমবার সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশনের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২নং ওয়ার্ডের কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার কর্মী-সমর্থকরা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে প্রবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে তার ওপর হামলা হয়েছে বলেও দাবি করেছে দলটি।

এ খবর ছড়িয়ে পড়লে চরমোনাই মাদ্রাসার ছাত্ররা লাঠিসোটা নিয়ে বরিশাল শহরের দিকে রওনা হন। বেলতলা খেয়াঘাট বন্ধ থাকায় সড়কপথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে তারা বরিশাল শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী দপদপিয়া সেতু বন্ধ করে দেওয়ায় তারা শহরে প্রবেশ করতে পারেনি। তারা সেতুর অপরপ্রান্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.