বরিশাল প্রতিনিধি
বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যাপক আয়োজনে এসব নতুন বই বিরতণ করা হয়।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ছয় জেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১১ লাখ ৯১ হাজার ৪৬ শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থী জন্য বিভাগে মোট বইয়ের সম্ভাব্য চাহিদা দেয়া হয়েছে ৪৯ লাখ ৫৫ হাজার ৯৩১টি।
এছাড়াও বিভাগের ছয় জেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৬ লাখ ৪০ হাজার ৫৫০ শিক্ষার্থীর জন্য মোট বইয়ের চাহিদা দেয়া হয়েছে ১ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৫৫৩টি। এছাড়া দাখিল, ইবতেদায়ি, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও কারিগরি ট্রেডে আরো ৬৮ লাখ বইয়ের চাহিদা রয়েছে।
নতুন বইয়ের এসব তথ্য ভিশননিউজ২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন এবং বরিশাল বিভাগীয় প্রথমিক শিক্ষার উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন।