The news is by your side.

বরিশালে ধর্ষণের অভিযোগে এসআই আবুল বাশার কারাগারে

0 437

 

বরিশাল অফিস

ধর্ষণের অভিযোগে আবুল বাশার নামে এক এসআই কে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী নারী (৪২) নারী ধর্ষণ মামলা দায়ের করলে দুপুরেই আবুল বাশার কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল বাশার বরিশাল কোতয়ালী মডেল থানার স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ।

শনিবার সন্ধ্যায় ভিশননিউজ ২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম।

মামলার এজাহারে ভূক্তভোগী নারী অভিযোগ করেন, চলতি মাসের গত ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে পরিচয় হয় ভোক্তভোগী ওই নারীর। তখন দুজনের মধ্যে মুঠোফোন  নম্বর আদান প্রদান হয়।

১৩ অক্টোবর একটি মামলার বিষয়ে এসআই আবুল বাশারকে ফোন করেন ওই ভুক্তভোগী নারী। তখন ওই নারীর অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী (ভুক্তভোগী নারী) তার অবস্থান জানালে সেখানে যান  এসআই আবুল বাশার।

তখন ভুক্তভোগী নারীকে ফুসলিয়ে নগরের প্যারারা সড়কের একটি আবাসিক হোটেলে নিয়ে যান আবুল বাশার। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে বসে দীর্ঘক্ষণ কথা বলার এক পর্যায়ে আবুল বাশার জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন।

বিকেল ৫টার দিকে কাঁদতে কাঁদতে হোটেল কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী।

মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে একদিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.