জহির রায়হান, বরিশাল
বরিশাল বিভাগ জুড়ে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। সুস্থতার চেয়ে আক্রান্তের হার কয়েকগুন বেশি। দুই এক দিন পরপর বাড়ে মৃত্যুর সংখ্যা।
ডেঙ্গু আক্রান্ত ভর্তিরত রোগীর তুলনায় হাসপাতালগুলোতে শয্যা না থাকায় বাধ্য হয়ে অনেক রোগীরা চিকিৎসা নিচ্ছেন মেঝেতে শুয়ে। কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের হার তিনশত থেকে চারশত জনের গড়ে।
সরকারী হিসেব মতে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪০৫ জন।
মৃত্যু হয়েছে রাশিদা নামে ৫০ বছরের এক বৃদ্ধার। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন একহাজার ৪৪ জন রোগী।
সরকারী হিসেবে অনুযায়ী বরিশাল বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মাসে ১০ তারিখ পর্যন্ত মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৬০ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাত হাজার ৩০০ জনে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ জনের।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য ভিশননিউজ২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল৷
তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে সব প্রস্তুুতি নিয়ে মোকাবেলা করা হচ্ছে। কিন্তু আক্রান্তের হার দিন দিন বাড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি আরো জনসচেতনা বৃদ্ধি দরকার।