বরিশাল প্রতিনিধি
চলতি মৌসুমে বরিশাল জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি হয়েছেন স্থানীয় কৃষকরা। তবে ধান বিক্রিতে ন্যায্য দাম পাওয়ার দাবী করেছেন তাঁরা।
বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছেঃ বিভাগের ছয় জেলায় ৬ লাখ ৯৪ হাজার ৯৬৩ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১৪৯ হেক্টর বেশি অর্থাৎ ৬ লাখ ৯৯ হাজার ১১২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।
এর মধ্যে বরিশাল জেলায় ১ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো।
আবু তাহের নামে এক কৃষক বলেন,এবার আমন ধান বেশি পেয়েছি ঠিকই কিন্তু ধান বিক্রি করতে গেলে সঠিক দাম পাইনা। সঠিক দাম পেলে সব খরচ দিয়ে লাভে থাকমু।
জলিল ঘরামী নামে আরেক কৃষক বলেন, ধান বিক্রি করতে গেলে দালালরা দলবদ্ধ হয়ে দাম কমিয়ে ধান কিনে। আমরা ন্যায্য দাম পাই না। তাই সরকারের উচিত কর্মকর্তাদের পাঠিয়ে ন্যায্য দাম দিয়ে কৃষকদের কাছ ধান কেনা।
বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক হারুন অর রশিদ জানান, চলতি মৌসুমে সরকারের পক্ষ থেকে ১৮ হাজার আমন চাষিকে প্রণোদনা দেয়া হয়েছে। এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হয়েছে। ফলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।