The news is by your side.

বড় পর্দায় অজয়-টাবু জুটি,  ভোলা দ্যা স্টোরি অফ এ ওয়ান ম্যান আর্মি

0 136

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম নাম অজয় দেবগন। ৮০ এর দশকের শেষ দিকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা, তারপরে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের নজর করেছেন অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

অন্যদিকে নায়িকার মধ্যে রয়েছেন টাবু। প্রায় ৫০ এর কাছে বয়স পৌঁছে গেলেও রূপে বয়সের টান পড়েনি শাহিদ কাপুর মার সেটা না বললেও চলে। এক কথায় বলিউডের গ্ল্যামার কুইন বলা চলে তাঁকে। আর এবার এই দুই তাবড় অভিনেতাদের ভক্তদের জন্য আসছে সুখবর।

অজয় দেবগন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবির পোস্টার শেয়ার করেছেন, যার নাম ভোলা দ্যা স্টোরি অফ এ ওয়ান ম্যান আর্মি। আর তাতেই আবারও একসাথে দেখা হবে এই দুই দাপুটে অভিনেতাকে। ছবির পরিচালক এবং প্রযোজক অবশ্য অভিনেতা নিজেই। তাছাড়া তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে শিবায়, রানওয়ে ৩৪ এর মতো সুপারহিট ছবি। তাই ভোলা যে স্বাভাবিক ভাবেই দর্শকদের নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

তামিল ছবি কাইথির অফিসিয়াল রিমেক ভার্সন ভোলা। আর দক্ষিণ ভারতের ছবি মানেই অভিনয়ের পাশাপাশি ফুল অ্যাকশন তা সকলেরই জানা। ছবির প্রধান চরিত্রে নিজেই অভিনয় করেছেন অজয় দেবগন, অন্যদিকে টাবু এক আইপিএস আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গিয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.