The news is by your side.

বড়পুকুরিয়া দুর্নীতি মামলা: অভিযোগ গঠন শুনানি ৮ আগস্ট

0 141

 

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে থাকায় তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন মাসুদ আহমেদ তালুকদার।

শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের নবনির্মিত ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামান অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভুইয়া এ বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামিদের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে আসামির সংখ্যা ১০ জন।

Leave A Reply

Your email address will not be published.