The news is by your side.

বড়দিন উপলক্ষে স্পোর্টস ব্রা পরেই রাস্তায় দেবলীনা!

0 142

বড়দিন! উৎসবের মেজাজ রং লেগেছে। উৎসবের মরসুমে সাজপোশাকে নজর না দিলে কী করে হবে? তবে শীত পড়েছে ভালই। ভাল পোশাক পড়ে কী লাভ?

সবই তো ঢেকে যাবে সোয়েটার কিংবা জ্যাকেটের নীচে! আপনার সমস্যার সমাধান করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। বড়দিনের নজরকাড়া সাজ কেমন হতে পারে তার ঝলক দিলেন অভিনেত্রী, তাঁর ইনস্টাগ্রামের পাতায়।

ইনস্টাগ্রামে দেবলীনা শেয়ার করেছেন একটি ভিডিয়ো। ভিডিয়োর নীচে লেখা, ‘‘ক্রিসমাসের আমেজে!’’ অভিনেত্রীর পরনে সাদা স্পোর্টস ব্রা, সঙ্গে ডেনিম জিন্স আর জ্যাকেট। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা স্নিকার্স পরে ট্রামলাইন ধরে হেঁটে চলেছেন দেবলীনা। সাজে খুব বেশি চাকচিক্য নেই। হালকা মেকআপ আর সানগ্লাসেই তিনি সেরেছেন বড়দিনের সাজ! দেবলীনার ছিমছাম সাজ নেটিজ়েনদের বেশ নজর কেড়েছে।

উৎসবের সাজ মানেই চড়া মেকআপ নয়। ছিমছাম সাজে ভিড়ের মাঝে কী ভাবে সকলের নজর কাড়া যায়, সেই পথ দেখালেন অভিনেত্রী। কী পরছেন তার থেকেও বড় কথা পোশাকটি পরে আপনি কতটা স্বচ্ছন্দ। জিমের পোশাকেই উৎসবের সাজে সেজে নায়িকা প্রমাণ করলেন স্বাচ্ছন্দ্যটাই আসল!

Leave A Reply

Your email address will not be published.