The news is by your side.

বছরে ৫০ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসতে ‘সম্মত’ এমবাপ্পে

0 103

 

দলবদলের মৌসুমে কত গুঞ্জনই তো ওড়াউড়ি করে। যেখানে কিলিয়ান এমবাপ্পে বড় এক চরিত্র। গত কয়েক মৌসুম ধরে এই ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কত আলোচনা যে হয়েছে, হিসাব দেওয়া কঠিন। দলবদলের আলোচনা এলেই রিয়াল-এমবাপ্পে প্রসঙ্গ আসা যেন আবাশ্যক। এবার সম্ভবত ইতি টানছে এই আলোচনার। ফরাসি ফরোয়ার্ড নাকি এরই মধ্যে রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছছে!

সামনের গ্রীষ্মে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপ্পের। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপ জয়ী তারকা। ফলে গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে এমবাপ্পে রিয়ালে নাম লেখাতে যাচ্ছেন বলে দাবি বিল্ডের। কোনভাবেই ফ্রান্স তারকা এমবাপ্পেকে ফ্রিতে ছাড়তে চায় না পিএসজি। কিলিয়ান এমবাপ্পেকে কড়া ভাষায় পরিষ্কার বার্তা দিয়েছে ক্লাবটি, ‘হয় চুক্তি নবায়ন করো নয়তো ক্লাব ছাড়ো।’

সংবাদ মাধ্যম ‘ক্যাদেনা সের’ জানিয়েছে, চুক্তির বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে লস ব্লাঙ্কোসরা। প্রতি মৌসুমে তাকে ৫০ মিলিয়ন ইউরো বেতন দেবে ক্লাবটি। যদিও বর্তমানে তিনি পিএসজি থেকে মৌসুমে প্রায় ৭২ মিলিয়ন ইউরো বেতন পান।

ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা হয়ে গেলে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের ফি নিয়ে পিএসজির সঙ্গে আলোচনা করবে। তাকে মাদ্রিদে আনতে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ২০০ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙতে রাজি বলে শোনা যাচ্ছে।

গত মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন। ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে বিমান ধরার ঠিক আগে নাকি সিদ্ধান্ত বদলান তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এই তরুণ। তিন বছর প্যারিসে থাকার সিদ্ধান্ত নেন। যার মধ্যে এক বছর ছিল ঐচ্ছিক চুক্তির শর্ত। এখন আর ওই ঐচ্ছিক চুক্তি শর্তে সই করতে রাজি নন তিনি।

Leave A Reply

Your email address will not be published.