The news is by your side.

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সাকিব আল হাসান

0 110

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন দেশসেরা এই তারকা।
সাকিব লিখেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমি নিশ্চিত আপনারা সবাই বঙ্গবাজারের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা খুব কঠিন একসময়ে হয়েছে, বিশেষ করে পবিত্র রমজানে।
টাইগারদের টেস্ট অধিনায়ক আরও লেখেন, এ কারণে আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। এর মাধ্যমে আগামীকাল (বুধবার) ক্ষতিগ্রস্তদের ইফতার করানো হবে, যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে।
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকা আরও লেখেন, আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোনো উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.