গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ।
আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি ।পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ দাড়িয়ে থেকে মহান নেতার প্রতি অতল সম্মান প্রদর্শন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ইআগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি, কল্যাণের জন্য।পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মিলাদ মাহফিলে অংশগ্রহন করে দোয়া মোনাজাত
করেন।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Prev Post
ইসরায়েলকে থামাতে পারেন না,বাংলাদেশের নির্বাচন নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কাদের
Next Post