The news is by your side.

বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

0 89

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে। এই উপলক্ষে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশেষ সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর পক্ষে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর হাত থেকে এই সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত সমাবর্তনে উপস্থিত ছিলেন।

সমাবর্তন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান করেন।

সমাবর্তনে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আজকের এই আয়োজন আমাদের সকলের জন্যই এক পরম কাঙ্ক্ষিত মর্যাদাকর মুহূর্ত। এই সমাবর্তন কোনো সাধারণ সমাবর্তন নয়; এটি বাঙালির ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু থেকে যিনি স্বমহিমায়। বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন, আমাদের মহান স্বাধীনতার স্থপতি সেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের, বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতার জায়গা থেকে এক অনন্য ঐতিহাসিক আয়োজন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৩ তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এই সম্মানসূচক উপাধি প্রদান করা হয়। সর্বপ্রথম ১৯২২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরকে ডক্টর অব লজ প্রদান করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.