The news is by your side.

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন মোদি

0 543

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

মোদি এমন সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং আসামের নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভ চলছে। এ দুটি বিষয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পর বাংলাদেশের তিনজন মন্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সিএএ এবং এনআরসি সত্ত্বেও মোদির এই সফর দুই দেশের সম্পর্কের দৃঢ়তার দিকে ইঙ্গিত দেয়।

Leave A Reply

Your email address will not be published.