নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ করবার পরপরই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, দিলারা ইয়াসমিন, অভিনেত্রী তারিন জাহান, তানভীর সুইটি, চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর, লেখক ও সাংবাদিক সুজন হালদার, শিল্পী এসডি রুবেল, অভিনেতা শাকিল খান, পরিচালক রফিকুল ইসলাম বুলবুল, শিল্পী দোলন দে সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।