The news is by your side.

ফ্রিজিয়ান জাতের ৩০ মন ওজনের ষাঁড়ের নাম জায়েদ খান!

0 82

 

ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকজন খামারি গরুর নাম রেখেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের নামে। গাজিপুরের খামারি আক্তার হোসেন একটি ফ্রিজিয়ান জাতের ৩০ মন ওজনের ষাঁড়ের নাম রেখেছেন জায়েদ খান।

কদিন আগে সংবাদটি অনেকের চোখে পড়ে। নায়কের নামে নাম রাখার কারণও ব্যাখা করেছেন এই খামারি। নায়কের ভক্ত হওয়ার কারণেই এমন নামকরণ। তবে নায়ক জায়েদ খানের কেমন লাগে গরুর নামে নিজের নাম শুনে?

গণ্যমাধ্যমকে তিনি বলেন, ‘আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ‘কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।’

জায়েদ বলেন, ‘আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না।

নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।’

গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.