বড় ধরনের ভূমিকম্পের মাস তিনেকের মধ্যেই ফের কেঁপে উঠল তুরস্ক। তবে এবারের মাত্রা কম। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটে তুরস্কের এলাজিগ প্রদেশের সিভরিস শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪ রিখটার স্কেল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে- ভূমি থেকে ১১ দশমিক ২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। শুধু তুরস্কে ৪৪ হাজার ২১৮ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। সিরিয়ায় পাঁচ হাজার ৯১৪ জন মারা গেছে।
ওই ভূমিকম্পে তুরস্কেই এক লাখ ৭৩ হাজার স্থাপনা ধসে পড়েছে আর অস্থায়ী তাঁবুতে বসবাস শুরু করেছে ১৯ লাখের মতো মানুষ। তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকা থেকে স্থানান্তর করা হয়েছে পাঁচ লাখ ৩০ হাজারের মতো মানুষকে।