The news is by your side.

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাদশা।

0 133

বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। ডিভোর্সের পর দীর্ঘ দিন ধরেই পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম করছেন তিনি। এবার সেই প্রেমের সম্পর্ককে পরিণয় দিতেই শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিকযুগল।

বাদশা-ইশার বিয়ের খবরটি একটি মিউজিক কোম্পানির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, চলতি মাসেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন বাদশা-ইশা। উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি। ইতোমধ্যে বিয়ে উপলক্ষে শপিং করতে দেখা গেছে তাদেরকে।

এ প্রসঙ্গে ইশা বলেন, আমি এই বিষয় নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। এ দিকে বিয়ের ব্যাপারে বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এর আগে জেসমিন নামে এক নারীর বিয়ে করেছিলেন বাদশা। ওই সংসারে জেসমিন-বাদশার একটি সিং কন্যা সন্তানও রয়েছে। তবে ২০২০ সালে ভেঙে যায় তাদের সেই সংসার।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.