The news is by your side.

ফিল্ম রিভিউ: মায়ার জাল- ছবিটা কবিতার মতো

0 154

আহসান হাবিব ভাবনা

টানা দুই দিন ফেল করে অবশেষে মায়ার জঞ্জাল দেখে আসলাম ।

ছবিটি আমার খুব ভালো লেগেছে , ছবিটা কবিতার মতন । সকলে এত এত সুন্দর অভিনয় করেছে যে কি বলবো ।

Syeda Tuhin Ara Karim  আপুর পেছনে নেচে বড় হয়েছি । আর আপুর অভিনয়ের ভক্ত আমরা সবাই । একজন অপি করিম হতে কতটা পথ হাটতে হয় । নাচ , অভিনয় , পড়াশুনা সব কিছুইতেই অপি আপু আমার কাছে রোল মডেল ।অপি আপুকে বড় পর্দায় দেখে আমার মনটা ভরে গেছে ।

ঋত্বিক চক্রবর্তী Ritwick Chakraborty আমি তার বিশাল ভক্ত । শব্দ সিনেমা দেখে আমি তার ভক্ত হয়েছিলাম । আমার প্রথম ছবি ভয়ংকর সুন্দর ও তার সাথে হবার কথা ছিল , তার কথাই আমাকে প্রথমে বলা হয়েছিল ।

আমি তো খুশিতে শেষ, পরে আর হলো না , তবে অবশ্যই আমি তার সাথে অভিনয় করবো একদিন । আমার প্রিয় Shohel Rana আপনি দুর্দান্ত , আপনি এবং বিউটির জন্যে আমার খুব মায়া লাগছিল । বিউটির জন্যে বেশি । যারা এখনো ছবিটি দেখেননি দেখে আসতে পারেন ।

Leave A Reply

Your email address will not be published.