The news is by your side.

ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালানের পরিবহন শুরু

0 494

 

 

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের(এফডিএ) ছাড়পত্র পাওয়ার পর ফাইজার উৎপাদিত করোনার ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে। কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের অংশ হিসেবে শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স।

তবে এখনো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।

গত সপ্তাহেই তাদের উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিনের জন্য জরুরি অনুমোদন চেয়ে এফডিএ’র কাছে আবেদন করেছিল ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। ট্রায়ালে দেখা গেছে যে ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকর ।

 

 

Leave A Reply

Your email address will not be published.