সুপ্রিম কোর্টে শুরু অযোধ্যা মামলার রায়। রায় দান করছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন প্রধান বিচারপতি।
শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় চলছে। ১০টা ১৫ মিনিটে সেই ঘর খুলে দেওয়া হয়। তার পর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। এর পর রায়ের কপিতে সই করে রায় পড়তে শুরু করেন প্রধান বিচারপতি।
শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্মোহী আখড়ার আর্জিও খারিজ বিচারপতিদের।
- কারও বিশ্বাস যেন অন্যের অধিকার না হরণ করে: রঞ্জন গগৈ
- আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ারখননের ফলে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, সেগুলি নন ইসলামিক
- এলাহাবাদ হাইকোর্টের রায় যুক্তিযুক্ত ছিল
- মসজিদের নীচে কাঠামো ছিল
- ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ, বললেন প্রধান বিচারপতি
- নির্মোহী আখড়ার দাবিও খারিজ করল সুপ্রিম কোর্ট
- কবে মসজিদ তৈরি হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়, রায়ে বললেন প্রধান বিচারপতি
- বাবরের সহযোগী মির বাকি মসজিদ তৈরি করেছিলেন, বললেন প্রধান বিচারপতি
- সর্বসম্মতিক্রমে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি
- শিয়া ওয়াকফ বোর্জের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
- ১০:৩০ রায় পড়তে শুরু করলেন প্রধান বিচারপতি
- ১০.৩০ রায়ের কপিতে সই করলেন বিচারপতিরা