The news is by your side.

ফটোশুটের জন্য নগ্ন হলেন সোনালী রাউত

0 142

অভিনয় দিয়ে মন জেতা নায়িকার পক্ষে কঠিন হলেও, তাঁর গ্ল্যামারের ছটায় কুপোকাত হয়েছিলেন অনেকেই!

ডেবিউ ছবি Xpose-এ তাঁকে দেখা গিয়েছিল Himesh Reshammiya এবং Yo Yo Honey Singh-এর সঙ্গে। এক্সপোজ ছবিতে মুভি স্টারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে, যাঁকে মার্ডার করা হয়। জনপ্রিয় ফিল্ম ক্রিটিক তথা অ্যানালিস্ট তরণ আদর্শ ছবি দেখে প্রশংসাই করেছিলেন সোনালির।

Bigg Boss সিজন ৮-এর অন্যতম প্রতিযোগী ছিলেন সোনালি রাউত। সুপার মডেল উজ্জ্বলা রাউতের ছোট বোন সোনালি। ২০১১ সালে রণবীর সিংয়ের সঙ্গে একটি ম্যাগাজিনের কভার শ্যুট করেছিলেন সোনালি। গ্রেট গ্র্যান্ড মস্তি ছবিতে দেখা গিয়েছিল সোনালি রাউতকে।

শানের সঙ্গে Snipper গানের অ্যালবামে দেখা গিয়েছিল সোনালি রাউতকে। অভিনেত্রী সোনালী রাউত সেক্সি পোজ দিয়ে বক্ষবিভাজিকা দেখিয়ে ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী সোনালী রাউত নিজের বোল্ড ভঙ্গীমার জন্য বেশ জনপ্রিয়। অভিনেত্রীকে ইনস্টাগ্রামে ২০ লক্ষ ফলোয়ার্স অনুসরণ করেন। অ্যানিমেল প্রিন্ট কালার বিকিনিতে হট ফটোশুট করিয়েছেন অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.