The news is by your side.

প্লাস্টিক সার্জারি, না ফেরার দেশে মডেল  ক্রিস্টিনা অ্যাস্টেন

0 117

ক্রিস্টিনা অ্যাস্টেন গৌরকানি। বয়স হয়েছিল ৩৪ বছর। প্রাপ্তবয়স্ক ছবির এই তারকাকে দেখতে অনেকটা কিম কার্দাশিয়ানের মতো। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ক্রিস্টিনা অ্যাস্টেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, অভিযোগ গৌরকানির অকাল মৃত্যু প্লাস্টিক সার্জারি পদ্ধতির বিভ্রান্তির ফলাফল হতে পারে।

‘গো ফান্ড মি’ পেজের পোস্ট অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে ক্রিস্টিনা অ্যাস্টেন গৌরকানির এক আত্মীয় বার বার তার শারীরিক আপডেট দিচ্ছিলেন। অবশেষে তার পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

২৫ এপ্রিল ‘গো ফান্ড মি’ প্ল্যাটফর্মে ক্রিস্টিনা অ্যাস্টেন গৌরকানির কোনও এক কাছের মানুষ লিখেছেন, ‘২০ এপ্রিল ২০২৩, ভোরবেলা ৪.৩১ নাগাদ আমাদের পরিবারে একজন সদস্যের কাছে একটি দুঃখের ফোন আসে।’

‘ফোনের ওপার থেকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, অ্যাস্টেন চলে যাচ্ছে… অ্যাস্টেন চলে যাচ্ছে… ফোন পেয়ে ছুটে হাসপাতাল যেতেই আমরা একটি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাই। আমাদের জানানো হয়, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে’।

পরিবার যোগ করেছেন, ওই মডেল এক ‘চিকিৎসা পদ্ধতির মধ্যে ছিলেন, যা খারাপের দিকে মোড় নেয়’। পরিবার তাকে ‘যত্নশীল এবং মন থেকে খুব ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি’।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.