The news is by your side.

প্রয়োজন হলেই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রাজ: পরীমণি

0 192

 

কলকাতার নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে মোট ২৪টি ছবি দেখানো হবে। এতে অংশ নিতে ফেরদৌস, পূর্ণিমা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শরিফুল রাজসহ অনেকেই গিয়েছেন কলকাতায়।

শনিবার রাতে সিনেমা দেখতে এসেই বিপত্তি বাঁধালেন শরিফুল রাজ! হারিয়ে ফেলেছেন নিজের ফোন। চারিদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার সন্ধান। এমন ঘটনার পর তিনি প্রথমেই যোগাযোগ করেন স্ত্রী পরীমণির সঙ্গে।

পরীমণি গণমাধ্যমকে জানিয়েছেন, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে আমাকে মেসেজ করেছিলেন। সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।

এদিকে শরিফুল রাজকে অন্য ভূমিকায় পাওয়া গেছে কলকাতায়। বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে মিস করার কথাও বলেছেন রাজ। ছেলে রাজ্যের বড় হয়ে ওঠা চাক্ষুষ করতে পারছেন না বলেও আক্ষেপ করেছেন। অন্যদিকে আগামী ১০ আগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। যে বিষয়গুলোতে থাকবেন শরিফুল রাজও।

আগামী ১০ অগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। সম্প্রতি ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে তার মন মোটেই ভাল ছিল না। ছেলের জন্মদিনের পরেই কলকাতায় যওয়ার পরিকল্পনা রয়েছে তার।

 

Leave A Reply

Your email address will not be published.