The news is by your side.

প্রেসিডেন্ট হিসেবে বিচারে কোনো ছাড় পাবেন না ট্রাম্প

0 140

 

ক্ষমতায় থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবেও বিচারে কোনো ছাড় পাবেন না ডোনাল্ড ট্রাম্প। ফলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে বলে রায় দিয়েছে মার্কিন আদালত।

এ মামলায় ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল।

কিন্তু মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্পের এই যুক্তি খারিজ করে দিয়েছে। এ রায় ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা। কারণ কয়েক বছর ধরেই বিভিন্ন মামলায় তিনি প্রেসিডেন্সিয়াল দায়মুক্তি পাবেন বলে দাবি করে আসছিলেন।

আদালতের রায়ের পরই ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন এক বিবৃতিতে বলেছেন, সাবেক এই প্রেসিডেন্ট আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেননি। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।

Leave A Reply

Your email address will not be published.