The news is by your side.

প্রেম গুঞ্জনের মধ্যে সারার মুখে বিয়ের কথা!

0 129

তরুণ অভিনেত্রী সারা আলি খান বলিউডে পা রেখেছেন সবে পাঁচ বছর। ইতোমধ্যে তার কথিত প্রেমিকের সংখ্যা ছাড়িয়েছে হাফ ডজন! এরমধ্যে রয়েছেন সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ান ও ইশান খাট্টারের মতো অভিনেতারা। যদিও এসব প্রেম গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। সারার পক্ষ থেকে স্পষ্ট প্রতিক্রিয়া বা নিশ্চয়তা আসেনি।

সারা আলি খানের প্রেম গুঞ্জনে সাম্প্রতিকতম নাম শুবমন গিল। তিনি ভারতীয় ক্রিকেটার। কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, সারা-গিল প্রেম করছেন। তাদের একসঙ্গে একাধিকবার ডিনার ডেটে দেখা গেছে। তবে বরাবরের মতোই গুঞ্জন নিয়ে নির্বাক রয়েছেন অভিনেত্রী।

প্রেম গুঞ্জনের মধ্যেই সারা কথা বললেন বিয়ে প্রসঙ্গে। এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, কোনও ক্রিকেটারকে বিয়ে করবেন কিনা। জবাবে সারা বলেন, ‘আমি যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয় জীবনসঙ্গীর পেশায় কিছু যায়-আসে না, সে অভিনেতা, ক্রিকেটার, ব্যবসায়ী, নাকি চিকিৎসক; হয়তো চিকিৎসক না, তারা পালিয়ে যায়! মজা করছিলাম! সত্যি বলতে, মানসিক এবং ভাবনার মিল থাকতে হবে। আপনি যদি সেটা মেলাতে পারেন, তাহলে এটা দারুণ ব্যাপার। পেশার চেয়ে আমার কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

এরপর আরেকটু স্পষ্টভাবে প্রশ্ন করা হয়, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কারও সঙ্গে তিনি ডেটিং করছেন কিনা। সারার উত্তর, ‘আমি সততার সঙ্গে, নিশ্চয়তা দিয়ে এটা বলতে পারি যে যাকে আমি আমার জীবনসঙ্গী বানাবো, তার সঙ্গে আমার এখনও সাক্ষাৎ হয়নি।’

এদিকে সারা আলি খান বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছেন। কারণ তার নতুন ছবি ‘যারা হাটকে যারা বাঁচকে’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। গত শুক্রবার (২ জুন) মুক্তির পর পাঁচ দিনে ছবিটি ৩০ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে। লক্ষ্মণ উটেকর নির্মিত এই ছবিতে সারার নায়ক ভিকি কৌশল।

Leave A Reply

Your email address will not be published.