ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পাপ’ দিয়ে ঢালিউডে পা রাখছেন দুই নতুন নায়িকা চিকিৎসক জাকিয়া কামাল মাহা ও আরিয়ানা জামান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘পাপ’ (প্রথম চাল)। সৈকত নাসির পরিচালিত এ ছবির টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি।
তাতে আভাস মিলেছে, গ্ল্যামার, প্রেম ও পাপের গল্পের! সেই সঙ্গে আছে খুনের রহস্য, যা নিয়ে তৈরি হয় জট।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী আরিয়ানা জামানের প্রথম চলচ্চিত্র মোনা হলেও আগে মুক্তি পাচ্ছে পাপ। ময়মনসিংহে স্কুল ও কলেজের পাট চুকিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন।
২০১৯ সালে র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু। এর পর নাটকেও অভিনয় করেন। প্রথম নাটকে তার সহশিল্পী ছিলেন সজল।
আরিয়ানা বলেন, ‘কাউকে দেখে অনুপ্রাণিত হইনি। কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকেই কেন জানি নায়িকা হতেই মন চাইত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নটাও বড় হতে থাকে। একটা সময় সে সুযোগ ধরা দেয়। শুটিংয়ের দিক দিয়ে দ্বিতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে। সবচেয়ে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে, ঈদ উৎসবে চলচ্চিত্র মুক্তি। একটা সময় আমরা বন্ধুরা মিলে দলবেঁধে সিনেমা দেখতে যেতাম। এখন আমার ছবিও দেখতে অনেকে সিনেমা হলে যাবেন, বিষয়টা আমার জন্য বেশ রোমাঞ্চকর।
প্রথম ছবি মুক্তির আগেই আরও তিনটিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন জাকিয়া কামাল মাহা। তিনি বলেন, `পাপ (শেষ চাল)’, `জিরো ফিগার’ ও `বিলবোর্ড সুন্দরী’-এ তিনটি ছবির কাজ পর্যায়ক্রমে শুরু হবে। ঈদের সপ্তাহ দুয়েক পর শুরু হবে জিরো ফিগার।
অভিনয় নিয়ে মাহা বললেন, আমার টার্গেট ছিল সিনেমা। সেই সিনেমায় অভিষেক হচ্ছে। ইচ্ছা আছে ডাক্তারি, ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাব, চলচ্চিত্রে সময় দেব। এটা আমার স্বপ্ন, শখ কোনো দিন পেশা হবে না।