The news is by your side.

প্রেমে শারীরিক ঘনিষ্ঠতা থেকে আসে বিপদ: জাহ্নবী

0 144

 

অভিনেত্রী জাহ্নবী কপূর পরোক্ষ ভাবে স্বীকার করে নিয়েছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। আর এ বার জাহ্নবী কথা বললেন প্রেমে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে। সম্পর্কে সঠিক রসায়ন বজায় থাকলে শারীরিক ঘনিষ্ঠতা আসবে।

এক সংবাদমাধ্যম আয়োজিত সেই শো-য় জাহ্নবী শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন। জাহ্নবী ভিডিয়োর শুরুতেই বলেন, ‘‘ভালবাসার দেবতাকে অনুরোধ, কোন প্রসাধনী ভাল, তা দয়া করে বলা বন্ধ করুন। বদলে আমাকে বলুন জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কী করা উচিত।’’

অভিনেত্রী যোগ করেন, ‘‘নিষেধের লাল পতাকা নয়। লাল ক্রস (চিকিৎসা ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহৃত হয়) সম্পর্কে বলুন। প্রেম তো ভালই চলবে। কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে? প্রেম ভাল চললে কী করি আমরা?’’

এর পরেই জাহ্নবী মনে করিয়ে দেন, শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে। তাঁর কথায়, ‘‘শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয়, শরীরের গোপন ত্বকের সংস্পর্শে এই রোগ ছড়ায়।’’

জাহ্নবী এই গুরুত্বপূর্ণ বার্তা খুবই মজার ছলে দিয়েছেন। তাই সচেতন হওয়ার পাশাপাশি সেই শোয়ের দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ট্রোলডও হয়েছেন জাহ্নবী। এক জন মন্তব্য করেছেন, ‘‘কেউ এই পুরো বক্তব্যটি জাহ্নবীর জন্য লিখে দিয়েছেন। কিন্তু, তাও ঠিক করে বলতে পারেননি তিনি। এটা শুনে কারও হাসি পাবে? খুবই একঘেয়ে পুরোটা।’’

 

Leave A Reply

Your email address will not be published.